টি এন্ড টি এক্সপ্রেস, ২০২১ এর নভেম্বর মাস থেকে বিজনেস পরিচালনা করে আসছে। আমরা মনে করি যারা কর্ম ব্যস্ততা বা সুযোগের অভাবে সরাসরি মার্কেটে যেয়ে কেটা কাটা করতে পারেন না তারাই অনলাইনে কেনাকাটা করেন। আবার অনেকে এমন জায়গায় বাস করেন যাদের কাছাকাছি পছন্দের পণ্য গুলা সহজে পাওয়া যায় না। তাদের কথা মাথায় রেখে মান সম্মত পণ্য তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ।

মার্কেটে যাইয়া কিনতে যে আলাদা একটা আনন্দ আছে তা অনলাইন কেনাকাটায় পাওয়া যায় না। এখানে কাস্টমার অনেকটা বিশ্বাসের উপর কেনাকাটা করেন।

অনলাইনে কম দামে কিছু কিনতে পারবেন দয়া করে এইটা ভাববেন না। সরাসরি মার্কেটে গেলে আপনার যাতায়াত খরচ আছে, সময় লাগবে তারপর বিনা লাভে আপনাকে কেউ পণ্য দিবে না। মার্কেটে যে দামে কিনতে পারবেন তার সাথে যাতায়াত খরচ করে সব মিলে একই দামে বা কাছাকাছি দামে অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন।

অফলাইনে একজন সেলার সরাসরি কাস্টমার কাছে সেল করলে যে লাভ করতে পারে অনলাইনে অনেক সময় তা পাওয়া যায় না। কারন এখানে অ্যাড খরচ , প্যাকেজিং, পণ্য সেল এর পর টাকা কালেকশন এর খরচ সহ আরও কিছু খরচ আছে। সব মিলে সরাসরি সেল করলে যে লাভ হইত অনলাইনে তার চেয়ে কম লাভ হয়। আবার অনলাইন সেলাররা যে ধরনের পণ্য রাখে তা এলাকা ভিত্তিক খুব একটা সেল হয় না। তাই অনলাইনের সুবাদে সারা দেশেই এই পণ্য গুলা সেল করা যায়। তাই অনলাইনে কেনাকাটা করার সময় পণ্যের বিস্তারিত একটু সময় নিয়া দেখে তারপর অর্ডার করুণ। আশা করি আপনেও ঠকবেন না আবার সেলার ও ঠকবে না। কাস্টমার এবং সেলার মিলেই একটা নিরাপদ অনাইন বিজনেস টিকিয়ে রাখা সম্ভব।

কৃতজ্ঞতায়
আল আমিন