আমাদের কথাঃ

Al Amin - T&T express owner

টি এন্ড টি এক্সপ্রেস, ২০২১ এর নভেম্বর থেকে যাত্রা শুরু করে। আপনাদের সহযোগিতায় ধীরে ধীরে হাটি হাটি, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমাদের শ্রম আর আপনের বিশ্বাস নিয়ে অনলাইন কেনাকাটায় ক্রেতা জেনো প্রতারিত না হয় সেদিকে লক্ষ রেখেই আমাদের চেষ্টা। 

আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে, সুধু কম দামে পণ্য কেনার জন্য জেনো অনলাইন না হয়। যারা সময়ের অভাবে মার্কেট থেকে সরাসরি কিনতে পারেন না, তাদের হাতে পছন্দ অনুযায়ী পণ্য তুলে দেওয়াই আমাদের লক্ষ। 

অনলাইনে হাজারো প্রতারনার মাঝে আশা করি আমি আমার এই “টি এন্ড টি এক্সপ্রেস” ফ্যামিলি মেম্বারদের নিয়া সামনে এগিয়ে যেতে পারব। অনলাইন কেনাকেটা হোক সবার জন্য নিরাপদ।

শুভ কামনা রইল